পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সমুদ্র পথে ভ্রমণের জন্য সুন্দরবন ট্যুর প্যাকেজ (৩ রাত ২ দিন) মাত্র ৭৫০০ টাকা। GoArif -এর ভ্রমণ প্যাকেজে কম খরচে সুন্দরবন সমুদ্র ভ্রমণের ট্যুর প্যাকেজটি নিয়ে বিস্তারিত বলব।
আর আজকের পোস্টটি স্পন্সর করেছে, বিডিস্টল ট্যুর। আপনি কম খরচে বাংলাদেশ সহ বিশ্বের যে কোন স্থানে ভ্রমণের জন্য তাদের ট্যুর প্যাকেজ গুলো দেখতে পারেন। ট্যুর প্যাকেজ নেয়ার সময় GoArif এর নাম বললে কিছু ডিস্কাউন্টও পেয়ে যেতে পারেন। বিডিস্টল এর ট্যুর প্যাকেজ গুলো দেখুন এখানে।
চলুন সুন্দরবন ট্যুর প্যাকেজ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক…
আরওঃ ট্যুর প্যাকেজ

সুন্দরবন ট্যুর প্যাকেজ
সংক্ষিপ্ত বিবরণ
ভ্রমণ স্থান | সুন্দরবন |
অবস্থান | খুলনা, বাংলাদেশ |
ধরণ | ভ্রমণ প্যাকেজ |
গন্তব্য | সুন্দরবন, করমজল, কটকা, হারবারিয়া |
স্থিতিকাল | ৩ রাত ২ দিন |
পরিবহন | জাহাজ/ শিপ |
থাকার ব্যবস্থা | কেবিন, জাহাজ |
ভ্রমন খরচ | ৭৫০০ টাকা |
ঢাকা থেকে দূরত্ব | ২৪২ কিলোমিটার |
বাংলাদেশের খুলনা জেলা, সাতক্ষীরা জেলা ও বাগেরহাট জেলা এবং ভারতের কিছু অংশ যেমন, পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ১,৩৯,৫০০ হেক্টর বা, (৩,৪৫,০০০ একর) আয়তনের বিশাল এই প্রশস্ত বনভূমি বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম এক বিস্ময়কর বনভূমি।
সুন্দরবনের এই ভ্রমণ প্যাকেজটি ৩দিন ২রাতের। ৭৫০০ টাকায় আপনি সুন্দরবন, করমজল, কটকা ও হারবারিয়া দেখতে পারবেন। সাথে আশেপাশের দর্শনীয় স্থান গুলো দেখার সুযোগ তো রয়েছেই!
আবার এই প্যাকেজের মধ্যেই খাবার মেনু রয়েছে! আপনি ভ্রমণের ৩ দিন সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার পাবেন। খাবার মেনুতে কি কি থাকছে সেটা নিয়ে একটু পরেই বলছি।
*এই প্যাকেজে ছেলে/মেয়ে/কাপল যে কেউ যেতে পারবেন। চাইলে ফ্যামিলির সবাইকে নিয়েও যেতে পারবেন।
সুন্দরবন ট্যুর প্যাকেজে কি কি দেখবেন
সুন্দরবন ট্যুর প্যাকেজে আপনি কি কি দেখবেনঃ
- সুন্দরবন
- করমজল
- কটকা
- হারবারিয়া
- স্থানীয় গ্রামবাসীদের ঐতিহ্যগত সাংস্কৃতিক কর্মকান্ড
- এছাড়া আশেপাশের দর্শনীয় স্থান গুলো দেখার সুযোগতো রয়েছেই!
ভ্রমণবৃত্তান্ত
সকালে খুলনা রূপসা ঘাট থেকে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। সন্ধ্যার আগে জাহাজ কচিখালী গিয়ে পৌঁছাবে। সুন্দরবনের কচিখালী সমুদ্র সৈকতে পৌঁছে আমরা ম্যানগ্রোভ বনের প্রাকৃতিক সৌন্দর্য দেখব। প্রথমদিন আমরা কচিখালীতে জাহাজ/শিপে রাত কাটাব।
২য় দিন সকালে খুব ভোরে আমরা ম্যানগ্রোভ চ্যানেলটি ক্রুজ করব এবং জাহাজে ফিরে আসব।
এরপর আমরা সকালের নাস্তা করব। নাস্তা করা শেষে আমাদের জাহাজ কটকা টুরিস্ট স্পটের দিকে যাবে। আমরা কটকা সাগর বিচ এবং আশেপাশের বন্য বন ঘুরে ঘুরে দেখব।
কটকা বীচে চাইলে আমরা গোসল করতে পারি। কারন ততক্ষণে দুপুর হয়ে যাবে। এরপর আমরা দুপুরের লাঞ্চ করব। দুপুরের খাবারের পর, আমরা সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের অফিস পার্শ্ব উপভোগ করব এবং সূর্যাস্ত উপভোগ করব।
এরপর আমরা আমাদের জাহাজে ফিরে আসব এবং রাত্রি যাপন করব।
৩য় এবং শেষ দিন সকালে আমরা খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। ৩ দিনের ভ্রমণের শেষ দিনে আমরা সময় ব্যয় করব, মংলা স্থানীয় গ্রাম / করমজল বন্যপ্রাণী কেন্দ্র / হারবারিয়া ম্যানগ্রোভ ট্রিল পরিদর্শন করে। এরপর আমরা স্থানীয় গ্রামবাসীদের ঐতিহ্যগত সাংস্কৃতিক কর্মকান্ডে যোগ দিব এবং লোকাল ভিলেজের সাংস্কৃতি উপভোগ করব।
- ভ্রমণ খরচ: ৭,৫০০/- টাকা জন প্রতি।
শিশু পলিসি
৩ বছর পর্যন্ত শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ১০ বছরের শিশুদের জন্য থাকা ফ্রি! কিন্তু, খাওয়া খরচ ৩ হাজার টাকা দিতে হবে। সেক্ষেত্রে তাদেরকে তাদের বাবা/মার সাথে আসন শেয়ার করতে হবে। নয়তো পুরো ফি দিতে হবে।
ভ্রমণ প্যাকেজে যা যা থাকছে
জাহাজ/শিপে ২ রাত ৩ দিন থাকা। খুলনা → সুন্দরবন → করমজল → কটকা → হারবারিয়া → খুলনা ভ্রমণ ১ম দিন (সকাল, দুপুর ও রাত) এবং ২য় দিন (সকাল, দুপুর ও রাত) ৩য় দিন (সকাল, দুপুর ও রাত) মোট ৯ বেলার খাবার খরচ। প্রতিদিন দিনে ২বার নাস্তা। নাস্তায় থাকবে (বিস্কুট / কেক / ফল, চা / কফি)। জাহাজ/শিপ এর কেবিন -এ ২ রাত রাত্রি যাপনের খরচ। যাবতীয় এন্ট্রি টিকেট। অভিজ্ঞ ট্যুর গাইডযা যা থাকছেনা
যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ। যাত্রা বিরতিতে কোন খাবার খরচ। প্রতি বেলার নির্ধারিত ফুড মেনুর বাইরে কিছু খেতে চাইলে সেই খরচ।খাবার মেন্যু
ব্রেকফাস্ট
১। টোস্ট, মাখন, ডিম-ওমেলেট/ফ্রাই, জ্যাম, সুন্দরবনের মধু, মৌসুমী ফল, চা এবং কফি।
২। চাপাতি, ওমেলেট, মিশ্র ভেজিটেবল, সুন্দরবনের মধু, মৌসুমী ফল, চা এবং কফি।
লাঞ্চ
১। সাদাভাত, মিশ্র ভেজিটেবল, ডাল, মাছ ভাজা, ডেজার্ট, চা এবং কফি।
২। পোলাউ, ভাজা সবজি, চিকেন কারি, সালাদ, ডেজার্ট, চা এবং কফি।
৩। খিচুড়ি, আলুর চপ, ভাজা সবজি, মুটন কারি, সালাদ, ডেজার্ট, চা এবং কফি।
ডিনার
১। সাদাভাত, ভেজিটেবল চপ, ডাল, মাছ বা চিকেন কারি, মিশ্র ভেজিটেবল, সালাদ, ডেজার্ট, চা ও কফি।
২। ফ্রাইড রাইস, সেদ্ধ সবজি, চিকেন কারি, সালাদ, ডেজার্ট, চা ও কফি।
৩। ফ্রাইড রাইস, মিশ্র ভেজিটেবল, ফিশ কারি, সালাদ, চা ও কফি।
সুন্দরবন ম্যাপ
অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে
- অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
- যে কোন পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনার পরিবর্তিত বা পরিমার্জিত হতে পারে।
- প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
- কোন ধরনের #মাদক_দ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
ভ্রমণ কনফার্মেশন সিস্টেম
সুন্দরবন ট্যুর প্যাকেজ – সমুদ্র ভ্রমণ (৩ রাত ২ দিন) মাত্র ৭৫০০ টাকায় ভ্রমণ প্যাকেজটি কনফার্ম করতে নিচের বাটনে ক্লিক করুন।
আরও: ভ্রমণ কাহিনী পড়ুন
ফেসবুক: TripDaw

আসসালামু আলাইকুম, ভাই জান আপনারা কি মাঝে মধ্যে ডিসকাউন্ট দেন না।
এটা একটি স্পন্সর পোস্ট তাই আমাদের পক্ষে ডিসকাউন্ট দেয়া সম্ভব না।
আমরা ৩ ফ্যামিলির ১২ জন অক্টোবর, ১২-১৬ অথবা ১২-১৫ তারিখ সুন্দরবন ভ্রমন করতে ইচ্ছুক। জনপ্রতি কত টাকা খরচ লাগবে জানতে পারলে ভ্রমন কনফার্ম করার প্রক্রিয়া জানালে খুবই খুশি হবো।
https://www.tripdaw.com -এ আপনাকে স্বাগত! মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
এই পোস্টি একটি স্পন্সর পোস্ট। অনুগ্রহ করে বিস্তারিত জানার জন্য এই লিংকে অথবা নাম্বারে যোগাযোগ করুন: 0175-666-5900
ধন্যবাদ।
আমরা আগ্রহী। চারজন গেলে কোনো ছাড় অর্থাৎ ডিসকাউন্ট পাবো কি?
বিস্তারিত জানতে এখানে যান…
অথবা কল করুন: 0175-666-5900
বিঃদ্রঃ কল করে অবশ্যই বলবেন আপনি “GoArif” থেকে তথ্য পেয়েছেন। এতে আপনি কিছু ছাড়/ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। ধন্যবাদ