কুয়াকাটা সমুদ্র সৈকত - GoArif

ভ্রমণ সাইটে আপনাকে স্বাগত

দর্শনীয় স্থান ভ্রমণ গাইড, তথ্য, গল্প, ভ্রমণ টিপস, কাহিনী ও ট্যুর প্ল্যান নিয়ে ট্রিপড (TripDaw) এর ভ্রমণ ব্লগ।

ভ্রমণ টিপস ভ্রমণ গাইড
  • 116 প্রবন্ধ
  • 17 টিপস
  • 10 কাহিনী
  • 3 গাইড
  • 941 ছবি

TRIPDAW সম্পর্কে

TripDaw Cover

হ্যালো ভ্রমণ প্রিয় ভ্রমণ পিপাসু বন্ধু! আপনাকে এখানে দেখে আমরা খুব আনন্দিত! TripDaw ভ্রমণ কমিউনিটিতে আপনাকে স্বাগতম!

TripDaw ভ্রমণকারীদের জন্য একটি ভ্রমণ কমিউনিটি। আপনি এখানে দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড, তথ্য, গল্প, ভ্রমণ টিপস, কাহিনী ও ট্যুর প্ল্যান সহ ভ্রমণের যে কোন বিষয় সম্পর্কে জানতে এবং জানাতে পারবেন।

TripDaw পরিবারের প্রত্যেকেই এক একজন ভ্রমণ পিপাসু। ভ্রমণ করতে আমাদের খুবই ভালো লাগে। তাইতো সময় পেলে ভ্রমণে ছুটে যাই। ভ্রমণে আমরা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দর্শনীয় স্থান সম্পর্কে জানার চেষ্টা করি এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি।

TRIPDAW সম্পর্কে ভ্রমণ গ্যালারি

নির্বাচিত ভ্রমণ

সোনাগাঁওয়ে ঈসা খাঁ প্রায় ১৫ শতকের দিকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। পানাম বাংলার প্রাচীনতম শহর। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড এর তালিকায় পৃথিবীর ১০০টি ধ্বংস প্রায় ঐতিহাসিক শহরের একটি পানাম নগর বা এই পানাম সিটি। ১৩৩৮ সালে ফখরুদ্দিন মোবারক শাহ এর আমলে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয় সুবর্ণ গ্রামকে, যা পরে সোনারগাঁ হিসেবে পরিচিতি লাভ করে। এখানে এক সময় ধনী হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল। ছিল মসলিনের জমজমাট ব্যবসা। ব্যবসার জন্য এই স্থানটি খুবই প্রসিদ্ধ (আরও)

গোলাপ গ্রামমায়াদ্বীপশ্রীমঙ্গল

ভ্রমণ নিবন্ধ

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী চাঁদপুর জেলার পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় টর্চার শেল তৈরি করে মানুষদের কে টর্চার করে জীবিত হাত পা বেধে নদীর স্রোতে ফেলে দিত। ২০১১ সালে শহীদের স্মরণে এই রক্তধারা স্মৃতিসৌধটি তৈরি হয়। আমরা ইলিশ ভাস্কর্য থেকে রক্তধারা স্মৃতিসৌধের দিকে চলে আসলাম। এটা তিন নদীর মোহনার পাশেই অবস্থিত। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থল কে চাঁদপুর মোহনা বলা হয়ে থাকে। এখানে আপনি একজায়গায় বসে তিন নদীর দৃশ্য (আরও)

ভাসু বিহারটাকা জাদুঘরজল্লাদখানা

ভ্রমণ টিপস

ভ্রমণের ক্ষেত্রে সব ভ্রমণকারীর ভ্রমণকালীন নিরাপত্তার জন্য পূর্ব সতর্কতা অবলম্বন করা উচিত। ভ্রমণে কোন কোন বিষয় গুলো খেয়াল রাখলে বা সতর্ক থাকলে ভ্রমণে বিপদে পরার সম্ভাবনা কম থাকবে, সে সব বিষয় এবং বিশ্বে প্রতিবছর ভ্রমণে নিরাপত্তার অবহেলার কারনে কত মানুষ মৃত্যুবরন করে তার একটা পরিসংখ্যান আপনার সামনে তুলে ধরব। বিদেশে ভ্রমণকালীন সময়ে আপনাকে সকল প্রকার খারাপ দিক পরিহার করতে হবে এবং হঠাৎ বাজে ঘটনাপূর্ণ ভ্রমণ পরিত্যাগের জন্যই নিরাপত্তার ব্যাপারটা জরুরী। হঠাৎ কোথাও কোন ক্রাইম বা অপকর্ম হতে (আরও)

ভ্রমণ টিপসএকাকী ভ্রমণজরুরী নাম্বার

ভ্রমণ কাহিনী

স্বপ্ন ডানায় ভর করে উড়ছি আকাশে। গত কয়েকদিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চষে বেড়ালাম। আজ অনিচ্ছা স্বত্বেও ফিরে আসতে বাধ্য হলাম। প্লেনের জানালা দিয়ে আনমনে বাহিরের দৃশ্য দেখছিলাম। শূন্য থেকে মহাশূন্যে মেঘেরা দল বেধে ছুটাছুটি করছে। যেন হাত বাড়ালেই আমি ধরতে পারি মেঘমালাকে। বিচিত্র রূপে সজ্জিত হয়ে তারা আমায় ডাকছে। যেন আমি তাদের মাঝে বিলীন হয়ে যাই। এর মাঝে চারজন সুন্দরী বিমানবালা (বিমান সুন্দরীগণ) আমার সামনে…! আপনি কি মিস্টার জাফর? তাদের একজন আমায় জিজ্ঞেস করলো। আমি হা বলার (আরও)

ভ্রমণ কাহিনীকলা

ভ্রমণ জিজ্ঞাসা

TripDaw.com সাইট এর উদ্দেশ্য কি?
TripDaw এর বাংলা অর্থ কি?

TripDaw এর বাংলা অর্থ “ভ্রমণ পাখি”। আমরা Trip এর বাংলা অর্থ অনেকেই জানি। Trip অর্থ “যাত্রা” বা, ভ্রমণ। এছাড়াও Trip এর আরও বাংলা অর্থ রয়েছে। আমরা এখান থেকে ট্রিপ অর্থ ভ্রমণ নিচ্ছি।

এবার আসি Daw এর বাংলা অর্থ কি? সেটাই জানব। আমরা সবাই Bird এর বাংলা অর্থ জানি “পাখি” । Bird এর সমার্থক শব্দ বা, প্রতিশব্দ রয়েছে ৪টি (আরও থাকতে পারে)। ৩ নাম্বারে যে প্রতিশব্দটি ব্যাবহার করা হয় তা হচ্ছে “Daw” । এর মানে Daw এর বাংলা অর্থ “পাখি”। আরও বিস্তারিত জানতে চাইলে গুগল এর সহযোগিতা নিতে পারেন।

ভ্রমণ কি?

ভ্রমণ (Travel) হচ্ছে: ভৌগোলিক স্থানের মধ্যে গতিবিধি বা চলন যা, মানুষ একস্থান থেকে অন্য স্থানে পায়ে হেঁটে, গাড়িতে, সাইকেলে, ট্রেনে, লঞ্চে কিংবা প্লেনে করে যায়।

ভ্রমণে আপনি সাথে করে ট্রাভেল ব্যাগ, লাগেজ নিতে পারেন আবার নাও নিতে পারেন। আবার, যাত্রা পথে কোথাও কিছু সময়ের জন্য বা কয়েকদিনের জন্য অবকাশ যাপন কেও ভ্রমণ বলা যেতে পারে।

কেন ভ্রমণ করব?

অনেকেই প্রশ্ন করেন: “কেন ভ্রমণ করব?” ভ্রমণ করে আমার লাভ কি? চলুন আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি।

আশাকরি ইতিমধ্যে আপনি ভ্রমণ কি? এ সম্পর্কে জেনেছেন। না জেনে থাকলে উপরের “সাধারণ জিজ্ঞাসা” থেকে জেনে নিন।

ভ্রমণ আমাদের আনন্দ দেবার পাশাপাশি আমাদের একঘেয়েমি দূর করতে সাহায্য করে। আনন্দ দেওয়া এবং একঘেয়েমি দূর করার পাশাপাশি ভ্রমণ আমাদের নানা বিষয়ে শিক্ষাও দিয়ে থাকে। ভ্রমণে অনেক কিছু শিখার রয়েছে।

আমারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভূগোল, ইতিহাস পড়ে অনেক পুঁথিগত বিদ্যা অর্জন করি ঠিকই কিন্তু সে জ্ঞান পরিপূর্ণ নয়।

তাইতো পৃথিবী এবং তার ভূখণ্ড সম্পর্কে জানার জন্য প্রয়োজন ভ্রমণ। কারন, পৃথিবী কেবল মাত্র ক্যালেন্ডারের বা বইয়ের পাতার কতগুলি রেখা নয়। এর বাহিরেও বিশাল এক পৃথিবী রয়েছে।

ভূগোল, ইতিহাস এর বাইরেও উন্মুক্ত খোলা বিশাল আকাশের নিচে জীবন্ত প্রকৃতি, দেশ, পাহাড়-পর্বত, সমুদ্র দেখে এবং তার অধিবাসীদের প্রত্যক্ষ স্পর্শ লাভ করে, তাদের জীবনধারা সম্পর্কে জেনে আমরা যে জ্ঞান পাই বা জ্ঞান লাভ করি সেটাই হল প্রকৃত জ্ঞান। এর জন্য ভ্রমণ এর কোন বিকল্প নেই।

এছাড়া বর্তমানে অনেকেই ভ্রমণ কে পেশা হিসেবে নিয়েছেন! ভ্রমণ করে টাকা আয় করে সেই টাকা দিয়ে আবার ভ্রমণ!! আহা 😍 আর কি চাই বলুন?

আরও দেখুন: শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্য

বাংলাদেশ কি ভ্রমণের জন্য নিরাপদ?

উত্তর “হ্যাঁ”। যারা ইতিমধ্যে বাংলাদেশে ভ্রমণ ( Bangladesh Vromon ) করেছেন তারা জানেন যে বাংলাদেশ ভ্রমণ করা কতটা নিরাপদ।

তবে, জঙ্গি হামলার অজুহাত দেখিয়ে যারা বলেন, বাংলাদেশ ভ্রমণ নিরাপদ না! তাদের বলছি, আপনি বিশ্বের এমন কোন দেশ পাবেন না যেটাতে জঙ্গি হামলা হয় নি বা নিরাপদ।

নিউজিল্যান্ড বিশ্বের শান্তিময় দেশের মধ্যে ১টি। অথচ সেখানেও জঙ্গি হামলা হয়েছে। বিবিসির একটি রিপোর্টে বলা হয়েছে: “নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় বাংলাদেশী সহ নিহত ৪৯ জন, অল্পের জন্য বেঁচেছেন বাংলাদেশের ক্রিকেটাররা ” ।

তাই জঙ্গি হামলার কথা বলে বাংলাদেশ ভ্রমণ থেকে বিরত থাকার কোন মানে হয় না। এরকম ২/১টা বিচ্ছিন্ন ঘটনা সকল দেশেই ঘটে থাকে।

অনেকে বাংলাদেশের ট্র্যাফিক সমস্যাকে বড় চোখে দেখে থাকেন। ইনশা আল্লাহ্‌ ইতিমধ্যে এই সমস্যার সমাধন শুরু হয়েছে।

**বাংলাদেশের নিরাপত্তা রেটিং গ্লোবাল পিস ইনডেক্স অনুযায়ী ২০১৯ এ ২.০৮৪ যা বিশ্বের ১৬৩ টি দেশের ভিতরে ৯৩ তম অবস্থানে রয়েছে। যেখানে, USA (আমেরিকা) এর অবস্থান ১১৪ এবং রেটিং ২.২৩।

বাংলাদেশ ভ্রমণ নিয়ে আরও জানুন: বাংলাদেশ ভ্রমণ

বাংলাদেশ কি ভ্রমণের জন্য নিরাপদ? বিশ্বের অনেক বড় বড় ট্রাভেলার ইতিমধ্যে বাংলাদেশ ভ্রমণ করেছেন এবং ভ্রমণ শেষে বলেছেন যে: বাংলাদেশ ভ্রমণের জন্য চমৎকার একটি দেশ এবং ট্রাভেলারদের জন্য সম্পূর্ণ নিরাপদ।

এই নিয়ে ট্রাভেলার সারাহ রিচার্ড বলেন ” আমি নিজে ভ্রমণে করে দেখেছি, বাংলাদেশ ভ্রমণের জন্য নিরাপদ”।

এ ছাড়া ড্র বিনস্কাই (Drew Binsky), Jason Billam, Ellie Cleary, Simon, Cory Calvin, Trevor James (The Food Ranger) সহ আরও অনেক নামকরা ট্রাভেলাররা ইতিমধ্যে বাংলাদেশ ভ্রমণ করেছেন।

একজন ভ্রমণকারীর কখন বিদেশ ভ্রমণে যাওয়া উচিত?

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেকের প্রশ্ন “একজন ভ্রমণকারীর কখন বিদেশ ভ্রমণে যাওয়া উচিত?”

এই ক্ষেত্রে আমাদের মতামত হচ্ছে, সময় এবং সুযোগ পেলে একজন ট্রাভেলার বিদেশ ভ্রমণে যেতে পারেন (এটার কোন বেঁধে দেয়া নিয়ম নেই)।

তবে, আমরা অন্যান্য দেশ ভ্রমণের আগে নিজ দেশ ভ্রমণের প্রতি অগ্রাধিকার দেই। কারন, নিজ দেশ ভ্রমণ করে সে শান্তি আপনি পাবেন তা অন্য কোন দেশ ভ্রমণ করে পাবেন কিনা সন্দেহ রয়েছে। তাই, আগে নিজের দেশ ভ্রমণ করে দেখুন।

বিদেশ ভ্রমণে যে সব ধাপ (পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন ইত্যাদি) গুলো আপনাকে পার হতে হবে, নিজ দেশ ভ্রমণের ক্ষেত্রে এই বিষয় গুলো কিন্তু নেই। তবে, অনেক দেশেই নিজ দেশ ভ্রমণের সময় পাসপোর্ট লাগে। কিন্তু বাংলাদেশে এর প্রয়োজনীয়তা নেই।

এছাড়া নিজ দেশ ভ্রমণে টাকাও খরচ হয় কম। চাইলেই আপনি যে কোন সময় নিজ দেশে ভ্রমণে যেতে পারেন।

তাছাড়া আমাদের দেশে কত সৌন্দর্য লুকুয়ে রয়েছে। কত দর্শনীয় স্থান রয়েছে। সবার আগে এই দর্শনীয় স্থান গুলো ভ্রমণ করুণ। এরপর বিদেশের কথা ভাবুন।

আরও দেখুন: বাংলাদেশের সেরা ৫০ টি দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র

ভ্রমণের টিপস আছে কি?

অনেকেই ইন্টারনেটে ভ্রমণের টিপস খুঁজে থাকেন। তাই, ভ্রমণ প্রিয় বন্ধুদের জন্য নিচে কিছু ভ্রমণ টিপস দেয়া হল।

আমাদের জনপ্রিয় ভ্রমণ পরামর্শ

  1. ভ্রমণের সেরা ২৫টি টিপস
  2. ভ্রমণে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ১০টি টিপস
  3. একাকী ভ্রমণ করার টিপস
  4. ৭টি জীবন রক্ষাকারী ভ্রমণ হ্যাক টিপস
  5. ভ্রমণে যে ৫টি ইলেক্ট্রনিক্স এক্সেসরিজ সাথে থাকা প্রয়োজন

আরও ভ্রমণ টিপস দেখুন: ভ্রমণ টিপস

ভ্রমণ কাহিনী পড়তে চাই

মানুষ যেমনি ভ্রমণ করতে ভালবাসেন। ঠিক তেমনি অনেকেই ভ্রমণ কাহিনী পড়তে ভালবাসেন। ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা সাথে নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে সময় কাটানো ইত্যাদি মুহূর্ত গুলো গল্প আকারে তুলে ধরাই হল ভ্রমণ কাহিনী।

ভ্রমণ কাহিনী সব সময় যে চমৎকার রোমাঞ্চকর হবে তেমনি নয়। অনেক নতুণ চমৎকার অভিজ্ঞতার সাথে অনেক তিক্ত অভিজ্ঞতাও হতে পারে।

যারা ভ্রমণ কাহিনী পড়তে পছন্দ করেন তাদের জন্য TripDaw -এ আলাদা করে ভ্রমণ কাহিনীর একটি বিভাগ রয়েছে। এছারাও ট্রিপড এর ভ্রমণ ফোরামে আরও ভ্রমণ কাহিনী পাবেন।

আপনার প্রিয় রোমাঞ্চকর নতুন নতুন ভ্রমণ কাহিনী ( Bangla Vromon Kahini ) গুলো পড়ুনঃ ভ্রমণ কাহিনী

ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট

TripDaw.com -একটি ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ( Vromon Website )। এখানে আপনি আপনার ভ্রমণের জন্য নানা রকম তথ্য পাবেন। আমরা ভ্রমণ বিষয়ক নানা রকম তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি। আশাকরি আপনি আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন।

ভ্রমণ গাইড

দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড ( Vromon Guide ) আপনি এই ওয়েবসাইটেই পাবেন। এই ভ্রমণ সাইটে দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড আপনি ভ্রমণের আর্টিকেল এর সাথেই পেয়ে যাবেন! ভ্রমণ গাইডের জন্য আপনাকে আলাদা ভাবে আর্টিকেল খুঁজতে হবে না। আমরা চেষ্টা করছি আপনি যাতে একটি পোস্টের মাধ্যমেই ভ্রমণ গাইড থেকে শুরু করে দর্শনীয় স্থানের ইতিহাস, তথ্য, গল্প, ভ্রমণ কাহিনী, ভ্রমণ টিপস, ভ্রমণ সতর্কতা ইত্যাদি যাবতীয় বিষয় গুলো পেয়ে যান।

সাথে আমাদের বাস্তব ভ্রমণ অভিজ্ঞতা তো থাকছেই। একসাথে সব পেলে মন্দ হয় না, কি বলেন?

আশাকরি এতে কিছুটা হলেও আপনার সময় এবং ইন্টারনেট খরচ বেচে যাবে।

বাংলাদেশ ভ্রমণ সঙ্গী

বাংলাদেশ ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছি আমরা TripDaw পরিবার!

TripDaw পরিবারের প্রত্যেকেই এক একজন ভ্রমণ পিপাসু। ভ্রমণ করতে আমাদের খুবই ভালো লাগে। তাইতো সময় পেলে ভ্রমণে ছুটে যাই। ভ্রমণে আমরা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দর্শনীয় স্থান সম্পর্কে জানার চেষ্টা করি এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি।

ভ্রমণ কাহিনী বাংলা ব্লগ

ভ্রমণ কাহিনী ( Vromon Golpo ) বাংলা ব্লগে আপনাকে স্বাগতম! TripDaw এর এই বাংলা ভ্রমণ ব্লগে ( Vromon Kahini in Bengali ) আপনি ট্রাভেল কাহিনী সহ ভ্রমণ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন। ট্রিপড.কম এর সাথেই থাকুন। ধন্যবাদ

[লুকান]🔔 TripDaw -এর সাথে ফেসবুক -এ যুক্ত হয়েছেন?

TripDaw Logo

বিজ্ঞাপন দিন - TripDaw

TripDaw Logo
Copy link